Description
বাংলা ভাষায় প্রবাদ-প্রবচন নিয়ে বিস্তর বই আছে। অথচ বাংলার যা একান্ত আপন, ঠাকুমা দিদিমার মুখে মুখে, হেকিম কবিরাজের নিদান বিধানে, পাঠশালার পড়াশোনায়, সংসারের কথোপকথনে, নির্দোষ মজা-মশকরায়, এমনকী বেদ-উপনিষদ-পুরাণে, বাংলার গ্রামীণ চর্চায় যা মণিমাণিক্যের মতো ছড়িয়ে আছে, বাংলার সেই একান্ত নিজস্ব ‘শোলক’ নিয়ে কিন্তু কোনও সংকলনের সংবাদ শোনা যায়নি। এর কারণ অজানা, হয়তো বা আগ্রহী গবেষণার অভাব।
অথচ স্মরণাতীত কাল থেকে বাংলা ভাষায় ‘শোলক’ সর্বদাই ‘প্রবাদ-প্রবচন’-এর সহোদর প্রতিম, পাশাপাশি হাতে হাত রেখে দুজনে হেঁটে চলেছে। তবু ছন্দময় শোলক, যা শুনলেই মন ভরে ওঠে অনাস্বাদিত মাধুর্যে, সে অবহেলিত, হারিয়ে যাচ্ছে অনাদরে। প্রবাদ-প্রবচন যদি হয় সুয়োরানি, শোলক দুয়োরানি।
লেখক দম্পতি সুভাষ ও কাজল দীর্ঘদিন ধরে বাংলা ভাষার এই শোলককে একত্রিত করার এক দুরূহ কাজে প্রয়াসী হয়েছেন, তাঁদের সংগ্রহের সিন্দুকে সঞ্চিত ছিল ‘শোলক’–সিন্ধুর বেশ কিছু বিন্দু। সেখান থেকে বেছে-বুছে বহু বিচিত্র বিষয়ের ১১১১টি ‘শোলক’ সহজবোধ্য ব্যাখ্যা ও বিশ্লেষণ সহ বর্ণানুক্রমে তাঁরা পরিবেশন
করেছেন এই অসাধারণ বইয়ে।
নিঃসন্দেহে বলা যায়, এই অলোকসামান্য সংকলন গ্রন্থ বাংলা ভাষার শুধু একমাত্র মাইলফলক নয়, স্মরণীয় দলিলও বটে। বলা বাহুল্য, অবশ্য সংগ্রহণীয়।