Description
প্রাণ খুলে হাসতে পারলে মন-মেজাজ খুশ থাকে ৷ চতুর্দিকের চাপে দমবন্ধ জীবনে আমরা সবাই প্রাণ খুলে হাসার উপকরণ হাতড়ে বেড়াই ৷
রুদ্র রায় ও খয়েরি পাঁঠা—এই গল্প সংকলনের তেরোটি গল্পের প্রত্যেকটিই হাসির এক একটি পটকা ৷ ভূতোদা, আবু পালোয়ান, কাশীবাবু ও তার ভাগনে ভোম্বল, বগাদা, পশুপতি, ভুবনবাবু, রুদ্র রায়, রঘু নন্দী—এইসব চরিত্রগুলির কাণ্ডকারখানা পাঠকদের নির্মল হাসির খোরাক জোগাবে ৷ ‘স্মিত’, ‘মার্জিত’ বা ‘অট্ট’ হাসির, প্রকৃতি যাই হোক না কেন ৷