Description
“অ্যাটমবোমার জনক” রবার্ট ওপেনহাইমার পৃথিবীর প্রথম পরমাণু বিস্ফোরণ পরীক্ষা “ট্রিনিটির” মুখ্য স্থপতি। হিরোসিমা ও নাগাসাকিতে নিক্ষিপ্ত অ্যাটম বোমা “ফ্যাট-ম্যান” এবং ‘লিটল-রফ”এর উদ্ভাবক দলের নেতৃত্বে ছিলেন।
মার্কিন পরমাণু অস্ত্র কর্মসূচি “ম্যানহাটন প্রজেক্ট” শুরু হওয়ার পর ১৯৪৩ সালের মার্চ মাসে “লস্ অ্যালামস্ ল্যাবরেটরির” দায়িত্ব গ্রহণ করেন তিনি ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ১৯৪৭ সালে তিনি প্রিন্সটনের ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজে যোগ দেন। এই সময়ে রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও সামরিক তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়। ১৯৫৩ সালে তাঁর “সিকিউরিটি ক্লিয়ারেন্স” রদ করা হয়। তবে প্রেসিডেন্ট কেনেডির আমলে, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হলে, এই অভিযোগ থেকে তিনি মুক্ত হন।
১৯৬২ সালে তিনি “রয়াল সোসাইটির ফেলো” নির্বাচিত হন এবং ১৯৬৩ সালে তাঁকে এনরিকো ফারমি পুরস্কারে ভূষিত করা হয়।
অপমান আর সম্মানের টানাপোড়েনে ওপেনহাইমারের জীবন হয়ে ওঠে বিতর্কিত। এই বই সেই বিতর্কের দলিল।