Description
একঘেয়ে সমুদ্রযাত্রা নয়। চলার বাঁকে বাঁকে রোমাঞ্চ, উত্তেজনা। সফর সঙ্গীদের জীবনের ছোট ছোট দুঃখ কথা, গোপন পাপ, জমানো অভিলাষ। যে জীবনের খোঁজে কাহিনির নায়ক নীল চাকরির সিদ্ধান্ত নিয়েছিল জাহাজে, নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই সিদ্ধান্তই যদি বুমেরাং হয়ে যায়? যদি পলকেই সহকর্মীদের লাশ খসে পড়ে ঝরা পাতার মতন? চোখের সামনে! যদি বন্দুকের নলের সামনে মেনে নিতে হয় আদিম বাস্তবতা?
সবচেয়ে বড় কথা, উপন্যাসে ইতিহাস আর ভূগোল হাত ধরাধরি করে চলেছে। তাই এই বইয়ের রুদ্ধশ্বাস পাঠকেরা নিশ্চিতভাবেই নীলের এই মৃত্যু-ছমছম অভিযাত্রার সহযাত্রী হয়ে উঠবেন।