Description
গত তিন বছরে লেখা নতুন গল্পগুলির মধ্যে থেকে বাছাই করে অনিতা অগ্নিহোত্রী ‘পলাশের আয়ু’ বইয়ের রঙিন শীতলপাটি বুনেছেন।
কলকাতার শেষ ট্রাম, মুম্বাইয়ের অঝোর বৃষ্টির দিন, বাংলার মাঠ-বন-পলাশ সব মিলিয়ে এক মন কেমন করানো বই। অতিমারীর কালও এসেছে বইতে, দেখিয়েছে মানুষের ভালোবাসার জেদ আর আকাশের জ্যোতিষ্কমণ্ডলীর অন্তহীন বিস্ময়।