Description
দেশে এখন অনেকটাই শিথিল ৩৭৭ ধারা। সমকামীরা অনেকেই নিজেদের মতো করে জীবন যাপন করছেন। তবুও এ সমাজ কতটা কাছে টেনে নিয়েছে তাদের? আধুনিক ইন্টারনেটের যুগে ‘হোমো” শব্দটা ঘুরে-ফিরে এলেও তার গ্রহণযোগ্যতা কতখানি?
আবহমানকাল ধরে লাঞ্ছিত অবহেলিত সেইসব মানুষের অন্তরের কথাই যেন উঠে এসেছে ‘মন্দ ছেলের মন্দ কথা’ উপন্যাসে।
‘একুশ বছর পরে’, ‘আমি থেকে তুমি’ , এবং ‘রূপকথা, না রূপকথা’ মিলিয়ে লেখক যেন লিখেছেন নিজেরই এক জীবনগাথা। সব শেষে তা যেন আবার মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এ যেন এক অপাংক্তেয়র জীবন। আজও দুঃখ পেলে যারা গলায় দড়ি দেয় তাদের এক উত্তরণের কাহিনি। কী আছে মৃত্যুর আগে? অনন্ত জীবন! অন্যরকম ভালোবাসার অমোঘ টানে পরস্পরের টানে বেঁচে থাকা।