Description
অধ্যাপক লোকনাথ চক্রবর্তী, সাধক এবং সুপণ্ডিত। তাঁর সন্ন্যাস নাম, কিঙ্কর সামানন্দ। মহাসাধক সীতারাম দাস ওঙ্কারনাথজির কৃপাধন্য লোকনাথজি বেদান্তে সুপণ্ডিত। সংস্কৃত কলেজের বেদান্ত বিভাগের প্রধান। বেদান্ত বিষয়ে তাঁর একাধিক গ্রন্থ পাঠ্য তালিকাভুক্ত। বিভিন্ন পত্রপত্রিকায় অনেক সুচিন্তিত প্রবন্ধ লিখেছেন। কঠিন বিষয়ের সহজ উপস্থাপনা তাঁর বিশেষত্ব। সাহিত্যের এই বিভাগে বিচরণ সকলের পক্ষে সম্ভব নয়, পাণ্ডিত্য থাকলেও নয়। এক্ষেত্রে গুরুকৃপার বিশেষ ভূমিকা থাকা অসম্ভব নয়।
এই গ্রন্থ মহা, মহা সাধকগণের পীঠস্থান। জ্ঞানজীবী লোকনাথজি তাঁর পথে নিয়ে যেতে চাইছেন শাশ্বতলোকে, যেখানে অধরাকে ধরা যায়।