Description
কোনওটি হৃদয়ের কথা, কোনওটি জীবনের কথা। কোনওটি আবার নরনারীর নিখাদ প্রেমকাহিনি। বিরহের, আনন্দের। কখনও-কখনও ছুঁয়ে যায় তীব্র কামনা-বাসনা।
বারোটি উপন্যাসই লেখা হয়েছে ষাট থেকে নব্বই দশকে। বর্তমান বাংলাসাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিক জীবনকে দেখেছেন নানাভাবে, নানা চোখ, নানা অনুভূতি দিয়ে। তাই সত্যের আড়ালে, খেলা, খেলা নয়, একটি নদীর নাম, হে প্ৰবাসী, অনির্বাণ আগুন, একদা ঝড়ের রাতে, মায়াকাননের ফুল, ছোট পৃথিবীর সীমানা, হৃদয়ের অলিগলি, কোথায় আলো, মধুময় বারোটি উপন্যাসই স্বকীয়তায় ভাস্বর। দীর্ঘদিন অগ্রন্থিত থাকার পর একত্রে প্রকাশিত হল সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ব-নির্বাচনে।